Hridoyar gan

হৃদয়ের গান 

আজ‌ই অশ্রুবারি ঝর ঝর ঝর
দেখাবো তোমারে।
হৃদয় ভাঙ্গা আকুল ধারা
সইতে না পারে‌।
জ্যোৎস্না ভরা রাতে
 চাই আমি শুধু তোমাকে,
 মন ছুটে যাই এঁকে বেঁকে
শুধু তোমারি পরে।
আজ মনের ব্যথা উড়িয়ে দিয়ে
আনন্দ অশ্রু ঝড়ে।

আজ তোমাতে আমার ছুটেছে মন,
লুটেছে অজানা ঝড়ে,
হৃদয় ভাঙ্গা তরঙ্গ মোর
অজানাই গিয়ে পড়ে‌।
জীবনের এক মহা কলরোল,
মনের ভিতর উথাল পাতাল,
শুধু নিবেদি তোমারে।
আজ এমন করে কে সয়েছে
সুখময় ব্যথা অন্তরে।

Post a Comment

0 Comments