ফাজানের নীতির ব্যাখ্যা

একাধিক যৌগের মধ্যে কোন যৌগটি বেশি সমযোজী ধর্ম প্রদর্শন করবে  তা এই ফাজানের নীতির সাহায্যে বের করা যায়
ফাজানের নীতি সহজে বোঝার জন্য আমি তোমাদের সাথে একটি মজার ছন্দ শেয়ার করছি

ক্যাটরিনা ছোট হলে
অ্যানা তবে কি বড়?
অ্যানা ও ক্যাটরিনার চার্জ বাড়লে
 ও f অরবিটালে গিয়ে ধরো।।

  • প্রথম লাইন দ্বারা বোঝানো হয়েছে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে তত‌ই যৌগটি বেশী সমযোজী ধর্ম প্রদর্শন করবে।
  • দ্বিতীয় লাইন দ্বারা বোঝানো হয়েছে অ্যানায়ন যত বৃহদাকার হবে তত‌ই যৌগটি বেশী সমযোজী ধর্ম প্রদর্শন করবে।
  • তৃতীয় লাইন দ্বারা বোঝানো হয়েছে ক্যাটায়ন ও অ্যানায়ন এর চার্জ যত বেশি হবে তত‌ই যৌগটি বেশী সমযোজী ধর্ম প্রদর্শন করবে।
  • চতুর্থ লাইন দ্বারা বোঝানো হয়েছে d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়নের মাত্রা তত বেশি হবে এবং বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য তত অধিক হবে।
ফাজানের নীতির ব্যাখ্যা:

1.ক্যাটায়নের আকার ক্ষুদ্র হবে: 

         একই গ্রুপে যতই নিচ থেকে উপরের দিকে যাবে এক‌ই চার্জের ক্যাটায়ন সমূহের আকার হ্রাসের সাথে পোলারায়ন ক্ষমতা ততই বৃদ্ধি পায় অর্থাৎ সমযোজী ধর্ম বাড়ে। যেমন-

2. অ্যানায়নের আকার  বড় হবে :
              ‌‌‌‌     একই গ্রুপে উপর থেকে যতই নিচে যাওয়া যায় অ্যানায়নের পোলারায়িত  হওয়ার প্রবণতা ততই বৃদ্ধি পায় এবং সমযোজী প্রকৃতি বাড়ে। যেমন -হ্যালাইড আয়নের ক্ষেত্রে-

Post a Comment

0 Comments