Some unknown facts that most people in the world do not know (in 2020) BANGLA
এই সুবিশাল পৃথিবীতে জানার আছে অনেক কিছু, শেখার আছে অনেক কিছু।কিন্তু একজন মানুষ তার জীবনে পৃথিবীর সব কিছু জানতেও পারেনা, শিখতেও পারে না। সে শুধু চেষ্টা করতে পারে সবকিছু করার। এই সুবিশাল পৃথিবীর অনেক অজানা এবং মজার তথ্য যা বেশিরভাগ মানুষই জানে না এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি-
1.মনের অজান্তেই প্রিয় মানুষের ভুল এড়িয়ে যাওয়া:
আপনি যখন কারো প্রেমে পড়েন তখন আপনি নিজের অজান্তেই সেই মানুষটাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে মনে করবেন ।আপনি তার ভুলগুলো সবসময় এড়িয়ে যান এবং তাকে একজন দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করতে থাকেন।
2. গত চার হাজার বছর ধরে কোন নতুন পশুকে গৃহপালিত করা হয়নি:
আমারা আমাদের চারপাশে অনেক গৃহ পালিত পশুপাখি দেখে থাকি। যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি। কিন্তু অবাক করার বিষয় হলো এই সকল গৃহপালিত পশু 4 হাজার বছর আগে মানুষের পোষ মেনেছিল। গত চার হাজার বছর ধরে কোন নতুন পশুকে গৃহপালিত করা হয়নি।
3.বিশ্বের প্রায় সমগ্র দরিদ্র মানুষের প্রায় অর্ধেক দরিদ্র মানুষের সম্পদ পৃথিবীর শীর্ষ 85 জন ধণাঢ্য ব্যক্তির সম্পদের সমান:
বর্তমানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় অনেক সম্পদ পুঞ্জিভূত হচ্ছে গুটিকয়েক ব্যক্তির হাতে।এর ফলে বিশ্বের প্রায় সমগ্র দরিদ্র মানুষের প্রায় অর্ধেক দরিদ্র মানুষের সম্পদ পৃথিবীর শীর্ষ 85 জন ধণাঢ্য ব্যক্তির সম্পদের সমান।
4.খাবারের রং আমাদের স্বাদগ্রন্থিকে উদ্দিপ্ত করে:
কোন ব্যক্তি যদি কোনো রং পছন্দ করেন তবে রংটি ঐ ব্যক্তির খাবার গ্রহণকে প্রভাবিত করে।খাবার পছন্দ করার সময় খাবারের স্বাদ এবং খাবারের রং মানুষকে প্রভাবিত করে। যদি কোন ব্যক্তির খাবারের রংটা পছন্দের রঙের সাথে মিলে যায় এবং খাবারটা যদি সুস্বাদু হয় তবে খাবারটা ওই ব্যক্তিকে তৃপ্ত করে ।কিন্তু যদি কোন ব্যক্তির খাবারের রং পছন্দ না হয় কিন্তু খাবারটি সুস্বাদু হলেও ওই ব্যক্তি খাবারটি খেয়ে সামগ্রিকভাবে তৃপ্ত হবেন না।কারণ খাবারের রং আমাদের স্বাদগ্রন্থিকে উদ্দিপ্ত করে।
5.হাতি কখনো লাফ দিতে পারে না:
প্রাণিজগতে অদ্ভুত অদ্ভুত বিচিত্র সব প্রাণী বাস করে। তাদের স্বভাব আচরণও বৈচিত্র্যময়। যেমন হাতি কখনো লাফ দিতে পারে না।
6.তাতার পাখি কখনো গাছেই বসে না:
প্রত্যেকটি পাখি কখনো না কখনো গাছে বসে এবং গাছে বাসা বাঁধে। কিন্তু একটু অবাক করার মতো বিষয় হলো তাতার পাখি কখনো গাছেই বসে না।
7.হিটলারের বাঙ্কার যে তৈরি করে দিয়েছিলেন তার নাতিই সাদ্দাম হোসেনের বাঙ্কার তৈরি করে দিয়েছিল:
এডলফ হিটলার পৃথিবীর ইতিহাসে একজন কলঙ্কময় ব্যক্তি। তিনি পৃথিবীকে অশান্তময় করে তুলেছিলেন ।তার কারণে বহু লোক হতাহত হয়েছিল । অন্যদিকে সাদ্দাম হোসেন ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ইরাকের শাসক ছিলেন। হিটলারের বাঙ্কার যে তৈরি করে দিয়েছিলেন তার নাতিই সাদ্দাম হোসেনের বাঙ্কার তৈরি করে দিয়েছিল।
8.আপনি যাকে স্বপ্নে দেখেন আপনি তাকে খুব মিস করেন:
আমরা প্রতিনিয়ত কতই না স্বপ্ন দেখি।স্বপ্নের মাঝে মাঝে কত আজগুবি জিনিস দেখি। অনেক সময় স্বপ্নে কোনো ব্যক্তি আসে। তবে অবাক করার মতো হলেও সত্য যে আপনি যাকে স্বপ্নে দেখেন আসলে আপনি তাকে খুব মিস করেন।
9.ডেড সিতে ডুবে যাওয়া কঠিন:
জর্ডানের ডেড সি এর নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন।জর্ডানের ডেড সির পানি এত লবণাক্ত যে সেখানে ডুবে যাওয়া কঠিন, সেখানে প্রায় সবকিছুই ভেসে থাকে। এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। এর গড় গভীরতা 1004 ফুট।
10. সূর্য্য না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে:
সূর্য আমাদের প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে।সূর্য পৃথিবীর খাদ্য উৎপাদন প্রক্রিয়া যথাযথভাবে অব্যাহতভাবে রাখে।যদি সূর্য কোন কারনে উধাও হয়ে যায় তবে সমগ্র পৃথিবী মাত্র 8 মিনিট 20 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে।
11.মানুষের মৃত্যুর পরেও নখ ও চুল বাড়তে থাকে:
আমরা সবাই জানি যে মানুষের মৃত্যু হলে তার দেহ জড় পদার্থে পরিণত হয। মৃত মানুষের সমস্ত শারীরিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেলেও মানুষের মৃত্যুর পরেও নখ ও চুল বাড়তে থাকে।
12.বিড়াল 10% হাড় ধারণ করে তার লেজে:
আমাদের চারপাশে অসংখ্য গৃহপালিত প্রাণী রয়েছে । বিড়াল তার মধ্যে অন্যতম। অবাক করা তথ্য হল বিড়াল তার সারা দেহের মোট হাড়ের 10% হাড় ধারণ করে তার লেজে।
13. টাইটানিক জাহাজ নির্মাণের থেকে মুভি বানাতে বেশি খরচ হয়েছে:
টাইটানিক সিনেমা ইতিহাসের অন্যতম কালজয়ী সিনেমা ।এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল টাইটানিক জাহাজের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু মজার তথ্য হলো টাইটানিক জাহাজ নির্মাণ করতে সাত মিলিয়ন ডলার লেগেছিল। কিন্তু টাইটানিক ছবি বানাতে লেগে গিয়েছিল 200 মিলিয়ন ডলার।অর্থাৎ, জাহাজের নির্মাণের থেকে মুভি বানাতে বেশি খরচ হয়েছে।
14.ক্যাঙ্গারু কখনো পিছু হটে না:
প্রাণীজগতের বিচিত্র প্রাণী ক্যাঙ্গারু মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ক্যাঙ্গারু কখনো পিছু হটে না।
15. পিঁপড়া কখনো ঘুমায় না:
পিঁপড়া পরিশ্রমী প্রাণী । পিপঁড়া তার ওজনের চেয়েও বেশি ওজন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে।এই পরিশ্রমী প্রাণী কখনো ঘুমায় না।
16.নাসা টেক্সট মেসেজ পাঠায়:
মহাকাশ গবেষণায় মানুষের সাফল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নাসা মহাকাশে মহাকাশ স্টেশন নির্মাণ করেছে। এই মহাকাশ স্টেশন যদি কোন ব্যক্তির অবস্থানের উপর দিয়ে যায় তবে নাসা সেই ব্যক্তিকে টেক্সট মেসেজ পাঠায়।
17.লিপিস্টিক তৈরির সময় মাছের আঁশের ব্যবহার :
আপনারা জেনে অবাক হবেন যে বেশিরভাগ লিপিস্টিক তৈরির সময় মাছের আঁশ ব্যবহার করা হয়। একজন নারী তার জীবদ্দশায় প্রায় ছয় পাউন্ড লিপিস্টিক তার ঠোটে লাগাই।
18. মানুষের কারণে এক লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে:
মানুষের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাচ্ছে।মানুষ প্রকৃতিকে নানাভাবে শাসন করছে এবং প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ছে ।মানুষের এসব অপকর্মের ফলে সমুদ্রের প্রাণীবৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। সমুদ্র দূষণের ফলে প্রতিবছর প্রায় এক লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে।
19.সৌদি রাজপরিবার স্পেনের মোট জিডিপির থেকেও বেশি সম্পদের মালিক:
আমরা জানি, সৌদি আরব ধনী দেশ।অর্থনীতির চাকা সচল রাখতে তাদের দেশের তেলক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৌদি রাজপরিবার সৌদি আরবের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই রাজপরিবার 1.4 ট্রিলিয়ন ডলারের অধিকারী যা কিনা স্পেনের মোট জিডিপির থেকে বেশি।
20.মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সৃজনশীল থাকে রাতের বেলায়:
মানুষে্য মস্তিষ্ক রাতের বেলায় সবচেয়ে বেশি সৃজনশীল থাকে। এই জন্য রাতের বেলায় সৃজনশীল কাজ বেশি করা যায় ।অন্যদিকে মানুষের মস্তিষ্ক কম সৃজনশীল থাকে বিকালবেলা।তাই দেখা যায় অনেকেই বিকালবেলা ক্লান্ত অনুভব করে। তাই বিকালবেলা সৃজনশীল কাজ করতে বেগ পেতে হয়।
21. পৃথিবীর অনেক প্রজাতির নামকরণ করতে এখনো 1000 বছর সময় লাগবে:
অজানা পৃথিবীর কতো কিছুই দেখা বা জানার বাকি রয়ে গেছে। পৃথিবীর গণ্ডি পেরিয়ে মানুষ ছুটে চলছে মহাকাশে। কিন্ত পৃথিবীর অনেক তথ্যই এখনো মানুষ জানে না। মানুষ পৃথিবীতে অজানা তথ্য জানার চেষ্টা করছে নিরন্তর।প্রাচীনকাল থেকে শুরু এবং এই প্রচেষ্টা আজ অব্দি চলমান, ভবিষ্যতেও চলমান থাকবে।পৃথিবীর স্থলভাগের 46% এবং জলভাগের 91% প্রজাতির নাম মানুষ এখনো জানেনা এবং ধারণা করা হয় যে এগুলোর নামকরণ করতে আরও 1000 বছর সময় লাগবে।
22.মানুষের 97% ইতিহাসে বিলুপ্ত :
ধারণা করা হয় মানুষের উৎপত্তি হয়েছিল 2 লক্ষ বছর আগে ।কিন্তু মানুষের বিভিন্ন ইতিহাস ঘেঁটে ছয় হাজার বছরের পুরনো ইতিহাস পাওয়া যায়। অর্থাৎ, মানুষের 97% ইতিহাসে বিলুপ্ত হয়ে গেছে।
23.মা তার জন্মলগ্ন থেকেই অনাগত সন্তানের ডিম্বাণু ধারণ করেন:
মা তার সন্তানকে গর্ভে ধারণ করে এবং নির্দিষ্ট সময় পর সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোন মানুষ তার মায়ের যে ডিম্বাণু থেকে জন্ম নেয় সেই ডিম্বাণুটি তার মা তার জন্মলগ্ন থেকেই ধারণ করে আসছিলেন।
24.ম্যামথ পিরামিডের কালেও ছিল:
মিশরের পিরামিড মানবসভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ধারণা করা হয় যে ম্যামথ নামক লোমশ প্রাণী পিরামিডের সময় কালেও টিকে ছিল।
25.মানুষের চাঁদে রাখা পদচিহ্ন বিলুপ্ত হতে 10 কোটি বছর সময় লাগবে:
প্রাচীনকাল থেকেই চাঁদ নিয়ে কত গল্প-রূপকথা প্রচলিত হয়ে আসছে।মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন মানুষ চাঁদের বুকে পা রেখেছিল। তারপর অনেক অভিযান পরিচালিত হয়েছে চাঁদে ।বলা হয় যে মানুষ চাঁদে যে পদচিহ্ন রেখে এসেছে সেগুলো বিলুপ্ত হতে 10 কোটি বছর সময় লাগবে।
সুতরাং বলা যায়, মানুষের জানার গণ্ডির বাইরে রয়েছে অজানা পৃথিবী। মানুষকে প্রয়োজনীয় তথ্যটুকু জেনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে পৃথিবীতে।

0 Comments